• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

জমি নিয়ে বিরোধের জের ধরে হামলা, আহত ৪


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২১, ০৬:১০ পিএম
জমি নিয়ে বিরোধের জের ধরে হামলা, আহত ৪

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার চরডাঙ্গা গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নারীসহ চার জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রোববার (১২ ডিসেম্বর) দুপুরে ফরিদপুরের আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

আহতরা হলেন—ওই এলাকার আ. ওয়াদুদ মোল্যার ছেলে মো. সেলিমুজ্জামান, সেলিমুজ্জামানের মা নাছরিন বেগম, স্ত্রী পারুল বেগম ও ভাই আবুল বাশার। এ ঘটনায় শনিবার রাতেই ভুক্তভোগী সেলিমুজ্জামান আলফাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, মো. সেলিমুজ্জামানের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে একই এলাকার হেমায়েত মোল্যা গং বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে শনিবার সন্ধ্যায় পূর্বপরিকল্পিতভাবে হেমায়েত মোল্যার নেতৃত্বে ১৪-১৫ জনের একটি সংঘবদ্ধদল দেশীয় অস্ত্র নিয়ে সেলিমুজ্জামানের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এসময় সেলিমুজ্জামানের মা নাসরিন বেগম ঘর থেকে বেরিয়েে এলে হামলাকারীরা তার মাথায় কুপিয়ে মারাত্মক জখম করে। পরে তার চিৎকারে সেলিমুজ্জামান, সেলিমুজ্জামানের স্ত্রী পারুল বেগম ও ভাই আবুল বাশার এগিয়ে এলে হামলাকারীরা তাদেরও রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরে এলাকার লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে অভিযুক্ত হেমায়েত মোল্যা বলেন, “তাদের সঙ্গে আমাদের জমি নিয়ে বিরোধ আছে। তবে তাদের আমরা আহত করিনি। তারা আমাদের আহত করে উল্টো হাসপাতালে ভর্তি হয়েছে।”

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Link copied!